শনিবার, ১০ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে শিক্ষককে পেটানোর অভিযোগ

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ২২:০৪

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কাশিয়াডাঙ্গা আলিম মাদ্রাসায় ওহিদুজ্জামান নিপু নামে এক শিক্ষককে পেটানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় চেয়ারম্যান শামিউল আলম শ্যামলসহ ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ভুক্তভোগী শিক্ষক ওহিদুজ্জামান নিপুর স্ত্রী সাবিহা খাতুন থানায় এ অভিযোগ করেন।  


 
অভিযুক্তরা হলেন উপজেলার বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান ও মাদ্রাসার ম্যানিজিং কমিটির সভাপতি শামিউল আলম শ্যামল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মাদ্রাসা কমিটির সদস্য গোলাম মোহাম্মদ ফিটু মিয়া, নওদাপাড়া এলাকার সুপার, সাবেদ, কালুপুর এলাকার নবু, বঙ্গেশপুর এলাকার স্বপন।

মামলা সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৬টার দিকে ম্যানেজিং কমিটির সভায় মাদ্রাসার নিয়োগ নিয়ে আলোচনা ও মাহফিলে স্থানীয় সংসদ সদস্য জিয়াউর রহমানকে প্রধান অতিথির নাম প্রস্তাব করে ভুক্তভোগী ওহিদুজ্জামান। এ সময় অভিযুক্ত চেয়ারম্যান শ্যামল ও ফিটু মিয়া প্রধান অতিথি করবেন না বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। পরে চেয়ারম্যান শ্যামলের সহযোগীরাও তার সঙ্গে যোগ দিয়ে মারতে থাকে। একপর্যায়ে  অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ভুক্তভোগী ওহিদুজ্জামান। খবর পেয়ে ভুক্তভোগীর স্ত্রী ঘটনাস্থলে এসে তার স্বামীকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে কত্যর্বরত চিকিৎসক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে স্থানান্তর করে। 

গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও