বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচের টিকিট পাওয়া যাবে আজ থেকে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:০১

দীর্ঘ সাত বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড দল। এ সফরে তিনটি করে ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবে। আগামী বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৩ মার্চ। এরপর দল চলে যাবে চট্টগ্রামে। এদিকে স্টেডিয়ামে বসে এই সিরিজের ম্যাচ দেখা যাবে সর্বনিম্ন ২০০ টাকায়।

গতকাল সোমবার এক বিবৃতিতে ঢাকায় অনুষ্ঠেয় দুই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকা অনুসারে, মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ড ১৫০০ টাকা, ভিআইপি ১০০০ টাকা, ক্লাব হাউজ ৫০০, সাউথ স্ট্যান্ড/নর্থ স্ট্যান্ড ৩০০ টাকা ও ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট ২০০ টাকা। 

প্রথম দুই ম্যাচের জন্য মঙ্গলবার থেকে টিকিট পাওয়া যাবে। এমনকি টিকিট সংগ্রহ করা যাবে ম্যাচ চলাকালীন সময়েও। ম্যাচের টিকিট সংগ্রহ করা যাবে মিরপুর ১০ নম্বরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ইত্তেফাক/এসএস