সোমবার, ০৫ জুন ২০২৩, ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরগুনায় ১৩ ইঞ্চি দৈর্ঘ্যের বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৬

বরগুনা তালতলীর টেংরাগিরি বনে বন্যপ্রাণি পাচারকারীর এক সদস্যের ফেলে যাওয়া ব্যগের মধ্য থেকে  বিরল বিলুপ্তপ্রায় তক্ষক উদ্ধার করা হয়েছে। তবে ওই পাচারকারীকে ধরতে পারিনি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয় টার দিকে ব্যাগসহ তক্ষকটি উদ্ধার করে কোস্টগার্ড।

কোস্টগার্ড দক্ষিণ জোনের ছকিনা স্টেশনের পেটি অফিসার মোকসেদুর রহমান বলেন, টেংরাগিরি বনের মধ্যে ব্যক্তি প্লাস্টিকের একটি ব্যাগ নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে। পরে ওই ব্যক্তিকে ডাক দিলে তিনি ব্যাগটি ফেলে পালিয়ে যায়। ব্যাগটি তল্লাশি করে  একটি তক্ষক পাওয়া যায়। পরে ওই তক্ষকটি বন বিভাগ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে টেংরাগিরি বনে অভিমুক্ত করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পালিয়ে যাও ওই ব্যক্তি বন্যপ্রাণী পাচারকারী চক্রের সদস্য।

ছকিনা স্টেশনের কোস্টগার্ড জানায়, তক্ষকটির দৈর্ঘ্য ১৩ ইঞ্চি এবং ওজনে ২০১ গ্রাম।

ইত্তেফাক/আরএজে