বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

মির্জাপুরে ৩ চোরাই মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০১ মার্চ ২০২৩, ১১:৫১

টাঙ্গাইলের মির্জাপুরের তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- মির্জাপুর উপজেলার হাড়িয়া দক্ষিণ পাড়া গ্রামের চাঁন মিয়ার ছেলে রাজন মিয়া (২০), মির্জাপুর সাহাপাড়া বাবু বাজার মুসলিমপাড়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে সাহাদৎ হোসেন (৩০), হাড়িয়া উত্তর পাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে জাহিদুল ইসলাম (২০) এবং পৌর সভার বাবু বাজার এলাকার গুল সরকারের ছেলে দুলাল সরকার (৩৪)।

বুধবার (১ মার্চ) মির্জাপুর থানার এসআই মো. আবুল বাশার মোল্লা জানান, চক্রটি দীর্ঘ দিন ধরে নানা কৌশলে মোটরসাইকেল চুরি করে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। সোমবার গোপন সংবাদ পেয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে এসআই এ টি এম জহিরুল ইসলাম, মো. সোহেল মিয়াসহ একদল পুলিশ সদস্য উপজেলার ভাড়া গ্রামের মাহফুজ হোসেনের চায়ের দোকানে অভিযান চালিয়ে চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়।তাদের জিজ্ঞাসাবাদ করলে মোটরসাইকেল চুরির কথা স্বীকার করে।

তাদের দেওয়া তথ্য মতে, চুরি করা ১৫০ সিসির কাল মিশ্রিত একটি সুজুকি, ১৩৫ সিসির নীল ও কালো রংয়ের একটি ডিসকভার এবং ১০০ সিসির একটি টিভিএসসহ তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এসআই মো. আবুল বাশার মোল্লা জানান, তাদের সঙ্গে জড়িত চোর চক্রের অপর সহযোগিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ইত্তেফাক/আরএজে