আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ চলে যাবেন। গতকাল বাফুফে ভবনে গিয়েছিলেন। ফুটবল ভবনের আশপাশে সাড়া পড়ে গেল। নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ভবনের দেওয়াল ঘেঁষে থাকা ফুটপাতের হোটেলগুলো সরিয়ে দেওয়া হলো। সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো বাফুফে ভবনে এসে নির্বাহি কমিটির সঙ্গে কিছুক্ষণ বৈঠক করলেন। পরে নেমে এসে টার্ফে মেয়েদের প্রীতি ফুটবল ম্যাচ দেখলেন। বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন সান্তিয়াগোকে বাংলাদেশ ফুটবল দলের জার্সি উপহার দিলেন। আর সান্তিয়াগো দিলেন আর্জেন্টিনার জার্সি।
সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোর সামনে প্লেটে নাশতা দেওয়া হয়েছিল। সেখানে ছিল দেশি বরই। সান্তিয়াগো ক্যাফিয়েরো প্রথমেই বরই তুলে নিয়ে পাশে বাফুফের সভাপতি কাজী সালাহউদ্দিনকে জিজ্ঞেস করলেন এটা কী ফল। সালাহউদ্দিন ব্যাখ্যা দিয়ে নিজেও প্লেট থেকে একটা বরই তুলে মুখে দিলেন। দেখাদেখি আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীও বরই মুখে দিলেন। বরই মুখে মনে হলে বেশ মজাই পেয়েছেন সান্তিয়াগো।
খেলা চলাকালীন সান্তিয়াগোর সহকারী নিয়ে এলেন তাদের দেশি চা। কাপটা তৈরি করা হয়েছে ১২ ইঞ্চি উচ্চতার বিশ্বকাপ জয়ী ট্রফির আদলে। সোনালি রঙের সেই ট্রফির ভেতরে এক ধরনের চায়ের পাতা। গরম পানি দিয়ে ভিজিয়ে দিলে সেটি পাইপ দিয়ে টেনে টেনে খাচ্ছিলেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী। বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। তাই চ্যাম্পিয়ন ট্রফিটা যেন সব সময় তার হাতেই থাকে।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো সেলফি তোলেন মেয়েদের সঙ্গে। এক কথায় সান্তিয়াগো বললেন, ‘বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছিল বাংলাদেশ। এজন্যই আমরা এখানে এসেছি। সামনে ভালো কিছু হবে।’ তার এই প্রতিশ্রুতির রেশ ধরে বাফুফে সভাপতি সালাহউদ্দিন বললেন, ‘আমরা কীভাবে একসঙ্গে কাজ করতে পারি, সেটা নিয়ে আলোচনা হয়েছে।’