কক্সবাজারের টেকনাফের নাফনদী থেকে এক কেজি ৩১৩ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস, ১০ হাজার পিস ইয়াবা, ৩৫০ প্যাকেট বিচ কফি, ২০ প্যাকেট রয়েল-ডি, রামদা ও নৌকা জব্দ করা হয়েছে। এসময় ২৪ বছরের এক যু্বককে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার(২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের দমদমিয়া বিওপির বিপরীত দিক নাফনদী থেকে মাদকসহ তাকে গ্রেপ্তার করে বিজিবি।
গ্রেপ্তার তাহের রহমান টেকনাফ হ্নীলা মৌচনি এলাকার নবী আহমদের ছেলে।
টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে চোরাকারবারিরা মিয়ানমার থেকে একটি মাদকের চালান বাংলাদেশে পাচার করতে পারে এমন খবর পাওয়া যায়। পরে উক্ত তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের অপারেশন অফিসারের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর ও দমদমিয়া বিওপি'র যৌথ একটি বিশেষ টিম দমদমিয়া বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা নাফনদীর কিনারায় কেওড়া বাগানে অবস্থান নেয়।
অবস্থানকালে টহলদল দেখতে পায় মিয়ানমার থেকে একটি নৌকা কেওড়া বাগানে দিকে প্রবেশ করছে, এ সময় বিজিবি'র টহলদল নৌকাসহ ওই যুবককে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যে কেওড়া বাগানসহ নৌকাতে তল্লাশি করে ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবা, বিচ কফি, রয়েল ডি ড্রিঙ্ক, রামদাসহ নৌকা জব্দ করা হয়।
তিনি জানান, যুবকের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
ইত্তেফাক/আরএজে