কানাডার টরন্টোর সিটি মেয়র জন টরির পদত্যাগের পর তার শূন্যস্থান পূরণের জন্য আগামী ২৬ জুন উপনির্বাচনের দিন নির্ধারণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে টরন্টো ভোটাররা ৮ জুন থেকে ১৩ জুনের মধ্যে আগাম ভোট দিতে পারবেন।
নির্বাচনের জন্য খরচ হবে প্রায় ১৩ মিলিয়ন কানাডিয়ান ডলার বলে জানান তারা।
সহকর্মীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জেরে মেয়র জন টরি গত ১০ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। বর্তমানে টরন্টোর ডেপুটি মেয়র জেনিফার ম্যাককেলভি মেয়রের দায়িত্ব পালন করছেন।
২০১৪ সালের ডিসেম্বরে নির্বাচনে জিতে প্রথমবারের মতো মেয়রের দায়িত্ব নেন জন টোরি। পরে ২০১৮ ও ২০২২ সালের নির্বাচনেও বিপুল ভোটে পরপর তিনবার তিনি মেয়র নির্বাচিত হন।