শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বল করলেন সাকিব, ক্যাচ ধরলেন তামিম

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১০:০৮

বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে চলছে। খেলা হচ্ছে মাঠে। দর্শক, সাংবাদিকের অপলক চোখ সাকিব আর তামিমের দিকে। এই দুজন কখন কী করছেন। কে কার দিকে তাকাচ্ছেন। কথা বলছেন কি না। সবার কৌতূহলী চোখ।

সিরিজ শুরু হওয়ার আগে মাঠের বাইরে সাকিব-তামিম ইস্যু নিয়ে দেশের ক্রিকেটাঙ্গন ব্যস্ত ছিল। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের বিস্ফোরক মন্তব্য সবকিছু ওলট-পালট করে দিলেও তামিম ছিলেন উল্টো পথে। তার কথা একটাই, মাঠের পারফরম্যান্স ঠিক থাকলে নাথিং এলস ম্যাটার। আরো কত আলোচনা হয়েছিল।

সেই সাকিব-তামিম কাল মাঠে ঠিকই হাতে হাত রেখেছেন। ওয়ানডে অধিনায়ক তামিম বল তুলে দিয়েছিলেন সাকিবের হাতে। সাকিব বল করলেন, তামিম ক্যাচ ধরলেন। এই দৃশ্য দেখে মিরপুরের সমর্থকেরা দুই হাত এক করলেন। হাততালি দিলেন। সাকিব-তামিম দৃশ্য দেখে প্রেসবক্সেও ঢেউ উঠল। আলোচনা হলো হাসিমুখে। 

তামিম বল তুলে দিলেন সাকিবকে। ইংলিশ ক্রিকেটার জেসন রয়কে বল ছুড়লেন বাঁহাতি স্পিনার সাকিব। প্রথম ওভারেই তামিমের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান জেসন রয়। সাকিব তার প্রথম ওভারের প্রথম বলেই উইকেট নিতে পারতেন। সাকিবকে ফিরতি ক্যাচ দিয়েছিলেন জেসন রয়। সাকিব ক্যাচটি ধরে রাখতে পারলে নিজেই পুরো কৃতিত্বটা নিতে পারতেন। শেষ বলে আর ভুল করেননি সাকিব। মিডঅফে ক্যাচ তুলে দেন জেসন রয়। সেই বল জমা পড়ে তামিমের হাতে। সবাই বলে উঠলেন-বাহ! সাকিব করলেন, তামিম ধরলেন। আউট হওয়ার আনন্দে দুজনকে কাছাকাছি আসতে দেখা গেছে। হাতে হাত মিলিয়ে উদযাপন করতে দেখা গেছে।

ইত্তেফাক/এসএস