রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

জাপানের কিন্টেৎসুৎ ওয়ার্ল্ড এক্সপ্রেস বাংলাদেশে কার্যক্রম শুরু

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৫:০৭

জাপানের ফরওয়ার্ডিং ও সাপ্লাই চেইন কোম্পানি কিন্টেৎসুৎ ওয়ার্ল্ড এক্সপ্রেস বাংলাদেশের শিল্প উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশে কার্যক্রম শুরু করেছে।

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির উপস্থিতিতে গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা সম্প্রতি রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে কেডব্লিউই’র আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির বলেন, জাপান বাংলাদেশের একটি উন্নয়ন সহযোগী দেশ। বাংলাদেশের প্রতিটি বড় বড় প্রকল্পে জাপানের সহযোগিতা রয়েছে। কিন্টেৎসু ওয়ার্লড এক্সপ্রেসও অন্যান্য জাপানী প্রতিষ্ঠানের মত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাবে।

কিটরেটসু ওয়ার্ল্ড এক্সপ্রেস জাপানের একটি অন্যতম লোজিসটিক (ফ্রেইড ফরওয়ার্ডিং) সরবরাহ চেইন কোম্পানি। এটি জাপানি রেলওয়ে হোল্ডিং কোম্পানি কিটরেটসু গ্রুপ হোল্ডিংসের একটি সহযোগী ও বিমান এবং সমুদ্র মালবাহী ফরওয়ার্ডিং, কাস্টমস ব্রোকারেজ এবং ওয়ারহাউস ব্যবস্থাপনা পরিষেবা প্রদান করে। ১৯৭০ সালে প্রতিষ্ঠিত জাপানের টোকিও থেকে এই কোম্পানি যাত্রা শুরু করে। বর্তমানে সারা বিশ্বে প্রায় ১৮০০০ এরও বেশি ব্যক্তি কর্মরত আছে। বিশ্বব্যাপী ৪৫ দেশের ৩০৪ শহর এবং ৬৮৫ স্থানে এর কার্যক্রম চালু রয়েছে।

বুধবার (১ মার্চ) সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানায়। 

ইত্তেফাক/আরএজে

এ সম্পর্কিত আরও পড়ুন

এ সম্পর্কিত আরও পড়ুন