তুরস্কের গাজিআনতেপ ও কাহরামান মারাস প্রদেশের ভূমিকম্প দুর্গত মানুষদের সহায়তা সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশি কমিউনিটি সংগঠন বাংলাদেশ এডুকেশন অ্যাণ্ড কালচালার অ্যাসোসিয়েশন (বেকদের)।
বেকদেরের উদ্যোগে বুধবার (১ মার্চ) বাংলাদেশিদের একটি টিম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ও তুর্কিদের মধ্যে বিভিন্ন ধরনের রান্না করা খাবার, রান্নাঘরের তৈজসপত্রসহ শিশুদের জন্য খেলনা এবং চকলেট বিতরণ করেছে বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ সময় বেকদেরের টিম প্রায় ৪০০ পরিবারের মধ্যে রান্না করা খাবার বিতরণ করে, এছাড়া ১০০ পরিবারকে পরিচ্ছন্ন সামগ্রী, ১০০ পরিবারকে রান্না ঘরের তৈজসপত্র এবং আরও ১০০ পরিবারের মধ্যে শুকনো খাবারের প্যাকেট বিতরণ করে। শিশুদের মাঝে চকলেট ও খেলনা বিতরন করা হয়।
এদিকে বাংলাদেশি মানুষদের থেকে এমন সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সহায়তা পাওয়া তুরস্কবাসীরা।
বেকদেরের চেয়ারম্যান ড. হাফিজুর রহমান নেতৃত্ব কার্যকরী কমিটির সদস্য ছিলেন- নুরুদ্দীন হামীম, রাকিবুল ইসলাম, স্টুডেন্ট কর্ডিনেটর মোহাম্মদ মুহিব্বুল্লাহ, স্বেচ্ছাসেবক ফয়সাল মাহমুদ ও হাফিজুল ইসলাম প্রমুখ।
এছাড়া সহায়তা দেওয়া সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেুশ কমিউনিটির ড. মোস্তফা ফয়সাল পারভেজ।
অপদিকে তুরস্ক বাংলাদেশ ভ্রাতৃত্ব চিরদিন অটুট থাকবে এই প্রত্যাশা সকলের।