সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ’ সম্পন্ন করেছে দেশের ১০০ শিক্ষার্থী

আপডেট : ০২ মার্চ ২০২৩, ১৬:০০

গ্লোবাল এডুকেটরস ইনিশিয়েটিভ ফর সাসটেইনেবল ট্রান্সফরমেশন (GEIST) ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের তত্ত্বাবধানে ‘ইংলিশ অ্যাক্সেস মাইক্রোস্কলারশিপ’ প্রোগ্রাম সম্পন্ন করেছেন ঢাকা ও সিলেটের ১০০ জন শিক্ষার্থী।

এ উপলক্ষ্যে বুধবার (১ মার্চ) একটি সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস অংশ নেন। একইসঙ্গে প্রোগ্রাম সম্পন্নকারী শিক্ষার্থীদের নেতৃত্ব দক্ষতার প্রশংসা করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, আপনারা আগামী দিনের নেতা, যাদের আজ বাংলাদেশের প্রয়োজন। ইংরেজি দক্ষতা, নেতৃত্ব গুণ এবং সমালোচনামূলক চিন্তাভাবনার ক্ষমতা আপনাদের সম্প্রদায় এবং দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইত্তেফাক/এসকে