বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

ফসলি জমিতে ভয় দেখিয়ে মাছের ঘের করার অভিযোগ 

আপডেট : ০২ মার্চ ২০২৩, ২০:২২

শরীয়তপুরের ডামুড্যায় দাড়াশইকাটি এলাকার জমিতে জোরপূর্বক মাছের ঘের করছে এলাকার প্রভাবশালীরা। এতে আশংকাজনক হারে হ্রাস পাচ্ছে কৃষি জমি। আইনের তোয়াক্কা করছে না এসব প্রভাবশালী। তাদের ভয়ে মুখ খুলছেন না জমির মালিকরা। বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। তাই কৃষকরা  প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করলেও মিলছে না কোনো প্রতিকার। 

সরজমিনে গিয়ে দেখা যায়, জোরপূর্বক মাছের ঘের ব্যবসায়ী জসিম মাদবর জমিতে ভেক্যু দিয়ে চালাচ্ছে মাটিকাটা। এভাবে ৩ ফসলি জমিতে মাটি কেটে করা হচ্ছে মাছের ঘের। এসব জমিতে কৃষকরা ৩ ফসল ফলান। কিন্তু ভেক্যু জমির ওপর দিয়ে যাওয়ার কারণে কৃষকরা উপজেলা নির্বাহী অফিসে লিখিত অভিযোগ করেন। তা শুনে মাছের ঘের ব্যবসায়ী জসিম মাদবর হাত-পা ভেঙে দেওয়ার হুমকি দেয় কৃষকদের।

কৃষক আব্দুল খালেক বেপারী বলেন, এবার এই জমিতে সরিষা লাগানো হয়েছে, সরিষা পেয়েছি দশ মন এবং জমিতে এখন মেস্তা বোনা আছে। 

কৃষক সেলিম বেপারী বলেন, জমিতে মেস্তা বোনা আছে। ভেক্যুর মালিক নাসির দিনের বেলায় ভেক্যু বন্ধু রাখে রাতের বেলায় চালাতে বলে। 

অভিযুক্ত জসিম মাদবর বলেন, ভেক্যুর কথা বলেছি। জমিতে গেছে কিনা সেটা আমি জানিনা। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবা খান বলেন. ৩ ফসলি জমিতে মাছের ঘের করেছে এমন অভিযোগ এসেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এবি/পিও