বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৩ অগ্রহায়ণ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বনানীতে সড়ক অবরোধ প্রত্যাহার, যান চলাচল স্বাভাবিক

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ১৩:১৪

বাসের ধাক্কায় সহকর্মী আহত হওয়ায় শনিবার (৪ মার্চ) সকালে রাজধানীর বনানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে অ্যাপারেল গার্মেন্টসের শ্রমিকরা। এতে যান চলাচল বন্ধ থাকে। পরে সকাল সোয়া ১০টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হাফিজুর রহমান জানান, প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ থাকায় বনানী ও পার্শ্ববর্তী এলাকার সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে অবরোধ তুলে নিলে বনানীর সড়কের উভয় পাশে যান চলাচল স্বাভাবিক হয়।

বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, বনানীর কাকলীতে সকাল পৌনে ৮টার দিকে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় পায়ে আঘাত পান নুরুন নাহার নামে এক পোষাক শ্রমিক। পরে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখে। আহত শ্রমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইত্তেফাক/আরএজে