জামালপুরের সরিষাবাড়ীতে বেলাল মণ্ডল নামে এক মাছচাষির পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ৪ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ মার্চ) রাতে এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ৮ জনকে আসামি করে থানায় মামলা করেছেন।
ভুক্তভোগী মাছচাষি উপজেলার চর ছাতারিয়া এলাকার মৃত সিরাজ মণ্ডলের ছেলে মাছচাষি বেলাল মণ্ডল।
অভিযোগে বলা হয়, পৈতৃক সূত্রে পাওয়া দেড় শতক জমির পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করছেন। মাছ বিক্রি করেই তার সংসার চলতো। শুক্রবার দিবাগত রাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিবেশী রাব্বানী ও আব্দুর রশিদের নেতৃত্বে ৭-৮ জন সংগঠিত হয়ে পুকুরে বিষ প্রয়োগ করে। সকালে পুকুরের প্রায় ৪ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।
ভুক্তভোগী বেলাল মণ্ডল বলেন, বিষ প্রয়োগ করে পুকুরের নানা প্রজাতির ৪-৫ মণ মাছ নিধন করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ৪ লাখ টাকা। মাছ বিক্রি করেই তার সংসার চলতো। এতে তিনি নিঃস্ব পড়েছেন। মাছের সঙ্গে এমন শত্রুতা যারা করেছে তাদের কঠোর শাস্তির দাবি জানান।
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, বিষ প্রয়োগ করে মাছ মারার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।