রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

‘বর্তমান অর্থনৈতিক অবস্থা আশঙ্কাজনক নয়’

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৮:৩৫

দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা আশঙ্কাজনক নয় বলেন মন্ত্রব্য করেছেন অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. মির্জা আজিজুল ইসলাম।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিছুটা হ্রাস পেলেও- এখন আমরা যে অবস্থার মধ্যে আছি, সেটি আশঙ্কাজনক নয়।

রাজধানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড আয়োজিত ‘অর্থনীতি কী সামলে উঠছে?’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় শনিবার (৪ মার্চ) এই অর্থনীতিবীদ এসব কথা বলেন।

তিনি বলেন, অতি-সাম্প্রতিক মুডি'স পূর্বাভাসে বলা হয়েছে যে বাংলাদেশের প্রবৃদ্ধি কিছুটা কমেছে, কিন্তু ২০২৩ সাল নাগাদ পাঁচ শতাংশ বৃদ্ধি হবে। উন্নত দেশগুলোও চলমান মূল্যস্ফীতি ও অর্থনৈতিক মন্থরতার শিকার, এই প্রেক্ষাপটে আমাদের পাঁচ শতাংশ গ্রোথ (প্রবৃদ্ধি) খুব খারাপ নয়।

মির্জা আজিজুল  বলেন, তিন মাসে দেশে মূল্যস্ফীতি কিছুটা কমেছে। তারপরও এর ফলে প্রান্তিক জনগোষ্ঠী যারা দারিদ্র্যসীমার কাছাকাছি ছিল, তারা এখন দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। আর যারা দারিদ্র্যসীমার নিচে ছিল তাদের অবস্থা আরও কষ্টকর হচ্ছে। অর্থাৎ, অতি-দরিদ্রদের জীবনধারণ প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এই অর্থনীতিবীদ বলেন, মূল্যস্ফীতি আমরা কীভাবে নিয়ন্ত্রণ করতে পারি, সেটি নিয়ে আলোচনা হতে পারে। তবে যখন মূল্যস্ফীতি বহির্বিশ্বের কারণে হয়, অভ্যন্তরীণ কোনো নীতি অনুসরণ করে- সেটিকে কমানো বেশ কঠিন। সামগ্রিক চাহিদা নিয়ন্ত্রণ করে যদি আমরা মূল্যস্ফীতি কমানোর চেষ্টা করি, তাহলে সেটি প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে।

ইত্তেফাক/আরএজে