শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

সাগরে মাছ ধরতে গিয়ে ৭ জেলে নিখোঁজ

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৩:০৫

কক্সবাজারের মহেশখালীতে বঙ্গোপসাগরের সোনাদিয়া উপকূলে মাছ ধরতে গিয়ে ইঞ্জিনচালিত নৌকাসহ সাত জেলে নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় নৌকার মালিক কুতুবজোম ইউনিয়নের মৃত আবু ছৈয়দের ছেলে তোফাইল আহমদ মহেশখালী থানায় শনিবার (৪ মার্চ) অভিযোগ দায়ের করেছেন।

নিখোঁজ জেলেরা হলেন- কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার আব্দু শুক্কুর, সরওয়ার, ড্রাইভার ফারুক, আলা উদ্দিন, ছৈয়দ হোসেন ও হোসেন আহমদ।

অভিযোগে জানা গেছে, উপজেলার ইউনিয়নের ঘটিভাঙ্গা গ্রামের নুরুল আমিন খোকার মালিকানাধীন ইঞ্জিনচালিত এফ বি শাহেদ মাছ ধরা নৌকা নিযে মাঝি শফিদুল্লাহ ২৮ ফেব্রুয়ারি রাতে সাত জেলেকে নিয়ে ঘটিভাঙ্গা ঘাট থেকে বঙ্গোপসাগরে যায়। মাছ ধরা শেষে ৩ মার্চ অনুমানিক রাত ৮টার দিকে নৌকার মাঝির সঙ্গে কথা নৌকার মালিকের কথা হয়। এরপর থেকে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপকূল থেকে নৌকা ফিরেয়ে আসার সময় পার হওয়ায় সাগরে অনেক তল্লাশি চালানো হয়। তবে এখনও পর্যন্ত নিখোঁজদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজদের সন্ধান চেয়ে থানায় অভিযোগের আবেদন। ছবি: ইত্তেফাক

নৌকার মালিকের ধারনা, অজ্ঞাতনামা দুষ্কৃতিকারী বা জলদস্যুরা নৌকাটি ছিনতাই করেছে। তাই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মহেশখালী থানায় অভিযোগ দায়ের করেন।

মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী জানান, উপকূলীয় কোস্টগার্ড মহেশখালী স্টেশন কমান্ডারকে নিখোঁজ সাত জেলের ব্যাপারে অবগত করা হয়েছে। পুলিশেরও উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/আরএজে