মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের বাংলাদেশ মিউজিক্যাল নাইট

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৪:২৪

ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে। জমকালো এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের  কাউন্সিলর শ্রম হুমায়ুন কবির, চট্টগ্রাম সমিতির সভাপতি ইয়াছিন চৌধুরী, চট্টগ্রাম সমিতির সহ সভাপতি আশরাফুল রহমান, ওমান অটোমোবাইল অ্যাসোসিয়েশন চেয়ারম্যান সালাম আল মাসকারিও সহ ওমান কমিউনিটির নেতারা।

কয়েক হাজার দর্শক সে সময় উপস্থিত ছিলেন।  

মনমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যায় গান পরিবেশন করেন আখি আলমগীর, ন্যান্সি, ইমরান ও শাকিব খান।

বাংলাদেশ ছাড়াও এতে আরও অংশ নেন সৌদিআরব, ভারত ও পাকিস্তানের শিল্পীরা।

আয়োজক কমিটি জানিয়েছে পর্যায়ক্রমে অনুষ্ঠানের শেষ দিন পর্যন্ত  ওমানের এই ‘মাস্কাট বিটস’-এ অংশ নেবেন  ১৩০ জন সংগীতশিল্পী। আগামী ১০ মার্চ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন বলিউডের জনপ্রিয় গায়িকা সুনিধি চৌহান।

অনুষ্ঠানের স্পন্সর হিসেবে আছে বাংলাদেশ ক্রিকেট ক্লাব ওমান এবং সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম সমিতি ওমান।

ইত্তেফাক/এসসি