বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ছেলের বউকে নিয়ে উধাও শ্বশুর

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১৮:২০

ছেলের বউ নিয়ে পালিয়ে গেছেন রামেশ বৈরাগী নামক এক বৃদ্ধ। ভারতের রাজস্থানের বুন্দি জেলার সিলোর গ্রামে ঘটেছে এমন এক ঘটনা। পূত্রবধূর সঙ্গে শ্বশুরের পরকীয়া সম্পর্কেই যাবতীয় গোলমালের সূত্রপাত। খবর টাইমসনাউ। 

ছেলের বউকে নিয়ে ছেলের বাইক চেপেই পালান তিনি। তার ছেলে পাওয়ান বৈরাগী সদর থানায় বাবার কৃতকর্মের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অবশ্য পাওয়ানের দাবি, তার স্ত্রীকে লোভ দেখিয়ে নিয়ে গেছে তার বাবা। সুতরাং তার স্ত্রী নির্দোষ। রাজস্থানের এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বুন্দি জেলার সিলোর গ্রামের বাসিন্দা পবন বৈরাগী। পবনের দাবি,তার বাইক চুরি করে পালিয়েছেন তিনি।বাবাই বউকে উসকিয়ে এই কাণ্ড ঘটিয়েছেন। কাজের জন্য তাকে বাড়ির বাইরে থাকতে হয় মাঝেমাঝে। এই সুযোগ কাজে লাগিয়ে স্ত্রীকে প্ররোচনা দিয়েছে তার বাবা। 

পবনের ৬ মাস বয়সি এক সন্তান রয়েছে। এখন মা দাদার সঙ্গে পালিয়ে যাওয়া শিশুটির দেখাশোনায় সমস্যা হচ্ছে, জানান অস্বস্তিতে পড়া যুবক। তিনি আরও অভিযোগ করেন, শুরুতে পুলিশ তার অভিযোগকে গুরুত্ব দেয়নি । যদিও সদর থানার এক আধিকারিক জানিয়েছেন, গুরুত্বের সঙ্গেই পবনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। বাইক-সহ পলাতক যুগলকে শীঘ্রই খুঁজে বার করা হবে। তবে এখনও পর্যন্ত শ্বশুর এবং বউমার খোঁজ মেলেনি বলেই জানা গিয়েছে।

 

 

ইত্তেফাক/এফএস