মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪২

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১০:২৪

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অপরাধে ৪২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (৫ মার্চ) সকাল ছয়টা থেকে সোমবার (৬ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের ধরা হয়। 

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৮টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩৫ গ্রাম ২২৭ পুরিয়া হেরোইন, ৬৬৭ ইয়াবা, ১০ বোতল দেশি মদ ও ৬০ কেজি ৯২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।

ইত্তেফাক/কেকে