শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

হোয়াইট ওয়াশ এড়াতে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১২:৪৭

ঢাকায় আগের দুই ম্যাচ হেরেই নিশ্চিত হয়েছে সিরিজ হার। চট্টগ্রামের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আজ হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য বাংলাদেশের। সেই লক্ষ্যে টসে জিতে ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ দুপুর ১২টায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এই নিয়ে সিরিজের তিন ম্যাচেই টস জিতলেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। হোয়াইট ওয়াশ এড়াতে টস জিতে প্রতিপক্ষকে বোলিংয়ের আমন্ত্রণ জানালেন চট্টগ্রামেরই সন্তান তামিম।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতে হেরে সাত বছর পর দেশের মাটিতে ইংলিশদের কাছে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। এবার লক্ষ্য ধবল ধোলাইয়ের লজ্জা এড়ানো। সেই লক্ষ্যেই আজ সাগরিকায় মাঠে নামবে টিম টাইগার্স। 

ধবল ধোলাই এড়াতে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। ইনজুরিতে পড়া তাসকিন আহমেদের জায়গায় আজ মাঠে নামছেন এবাদত হোসেন।

অন্যদিকে, ইংল্যান্ড দলে আজ বেশ কিছু পরিবর্তন এসেছে। থ্রি লায়নসদের হয়ে আজ অভিষেক হতে যাচ্ছে বোলিং অলরাউন্ডার রেহান আহমেদের। এছাড়া আজ একাদশে ফিরছেন ক্রিস ওকস ও জোফরা আর্চার।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও এবাদত হোসেন।

ইংল্যান্ড একাদশ: জস বাটলার (অধিনায়ক), জেসন রয়, ফিল সল্ট, ডেভিড মালান, জেমস ভিন্স, স্যাম কারান, মঈন আলি, ক্রিস ওকস, রেহান আহমেদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

ইত্তেফাক/এসএস