রোববার, ১১ জুন ২০২৩, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

সচিবের সামনে ইউএনওকে দেখে নেওয়ার হুমকি

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ২০:১১

ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমানকে কীভাবে চাকরি করে তা দেখে নিবে বলে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (৬ মার্চ) ভুক্তভোগী ইউএনও নবাবগঞ্জ থানায় আবুল হোসেন খন্দকার নামে একজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। 

অভিযোগে বলা হয়, সোমবার (৫ মার্চ) বিকাল ৩টায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিবের কক্ষে এ হুমকি দেওয়া হয়। 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরকারি সম্পত্তি ব্রজনিকেতন দখলমুক্ত করার পর সেখানে থাকা হরিণগুলোকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। তার আগে গত ২২ ফেব্রুয়ারি আবুল হোসেনের হরিণ পালনের লাইসেন্স স্থগিত করা হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ে স্থগিতাদেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করে আবুল। সোমবার বিকাল ৩টায় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদের কক্ষে আবেদনের আপিল শুনানিতে উপস্থিত ছিলেন আবুল হোসেন খন্দকার ও ভুক্তভোগী ইউএনও মো. মতিউর রহমান। সেখানে সচিবের সামনেই আবুল হোসেন ইউএনওকে ভয়ভীতি প্রদর্শন করে বলেন কীভাবে নবাবগঞ্জে চাকরি করে তা দেখে নিবে।

অভিযুক্ত আবুল হোসেন খন্দকার বলেন, ইউএনওকে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করিনি। এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।

ইত্তেফাক/এবি/পিও