মাদারীপুরে প্রতারণার অভিযোগে ভুয়া দুদক কমিশনারসহ ২ জন আটক করেছে পুলিশ। দুদক পরিচয়ে সচিব, অতিরিক্ত পুলিশ সুপারসহ শতাধিক সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীকে ভয় দেখিয়ে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা। টানা ১৫ দিনের অভিযানে মাদারীপুরের রাজৈর থেকে এ চক্রের মূল হোতাসহ ২ জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মাসুদ আলম।
গ্রেপ্তারকৃতরা হলেন রাজৈর উপজেলার লুন্দী এলাকার শামছুল হকের ছেলে আনিসুর রহমান বাবুল (৩৫) ও তার সহযোগী একই এলাকার জয়নাল মিয়ার ছেলে হাসিবুল মিয়া (৪২)।
পুলিশ সুপার মো. মাসুদ আলম জানান, চক্রটি প্রথমে কৌশলে দেশের বিভিন্ন কর্মকর্তাদের নাম, মোবাইল নম্বর ও কোথায় পড়াশোনা করেছে তার বিস্তারিত তালিকা তৈরি করে। সেখান থেকে সেসব কর্মকর্তাদের কল করে দুদক কমিশনার সেজে কৌশলে টাকা হাতিয়ে নেয়। এ কাজের জন্য বিভিন্ন ব্যক্তির আঙ্গুলের ছাপ নিয়ে একাধিক মোবাইল সিম সংগ্রহ করে। একটি করে প্রতারণার পর সে সিম নষ্ট করে ফেলে। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে।
পুলিশ সুপার আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্তত অর্ধশত ব্যক্তির সঙ্গে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করেছে। এ চক্রের সঙ্গে আরও কয়েকজন জড়িত বলে জানিয়েছে তারা। এ ব্যাপারে রাজৈর থানায় মামলা হয়েছে।