বাংলাদেশ দূতাবাস কুয়েতে মঙ্গলবার ঐতিহাসিক ৭ মার্চ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দেশটিতে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর আবুল হোসেনের সভাপতিত্বে ও রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মো. জিহোন ইসলামের সঞ্চালনায় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে এদিন ভোরে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারী ও বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন।
পরে ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দরা দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এসময় বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সব শহিদ ও মহান স্বাধীনতার জন্য যারা আত্মত্যাগ করেছেন তাদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন ইকবাল আকতার (প্রথম সচিব পাসপোর্ট ও ভিসা) ও কুয়েতে সোনালী ব্যাংক প্রতিনিধি লুতফুর রহমান।