মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ১৪ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ওমানে এবিএম ফজলে করিম চৌধুরীকে সংবর্ধনা

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১৩:২৮

সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, এমপির ওমান আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ দূতাবাস, মাস্কাট ওমানের রাষ্ট্রদূতের পক্ষ হতে মোহাম্মদ হুমায়ুন কবীর, কাউন্সিলর সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম সমিতি ওমানসহ ওমানের বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনও তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেন এবিএম ফজলে করিম চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি মজবুত ভিত্তির উপর দাঁড়িছে আছে প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করেই।

এসময় তিনি প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রবাসীরাও তাঁর মাধ্যমে সরকারের প্রতি বিভিন্ন দাবি জানান। প্রকৌশলী তাপস বিশ্বাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দূতাবাসের কাউন্সিলর জনাব মোহাম্মদ হুমায়ূন কবির।

উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সমিতির সভাপতি (সিআইপি) ইয়াছিন চৌধুরী, আশরাফুল রহমান (সিআইপি), শাহাবউদ্দিন, বীর মুক্তিযাদ্ধা নোমান মাহমুদসহ ওমানে বসবাসরত বাংলাদেশ কমিউনিটির নেতারা।

ইত্তেফাক/এসসি