শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১৪ আশ্বিন ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্টকহোমে ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালিত

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১১:১৫

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সুইডেনে স্টকহোমের বাংলাদেশ দূতাবাস ‘ঐতিহাসিক ৭ মার্চ’ পালিত হয়েছে। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে দূতাবাস প্রাঙ্গণে ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্যের ওপর আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (৮ মার্চ) দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর আগত অতিথি এবং দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে সমবেত শুদ্ধ স্বরে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর রাষ্ট্রদূত মেহ্‌দী হাসানের নেতৃত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। দিবসটি উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ এবং প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করে এবং অসীম ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অমিত শক্তির উৎস ছিল এই ঐতিহাসিক ভাষণ।

রাষ্ট্রদূত মেহ্‌দী হাসান বলেন, বাঙালির বীরত্বপূর্ণ সংগ্রাম ও সশস্ত্র মুক্তিযুদ্ধে জাতির জনকের ৭ মার্চের ভাষণের দিক-নির্দেশনাই ছিল সেসময় বজ্রকঠিন জাতীয় ঐক্যের মূলমন্ত্র। ৭ মার্চের

ভাষণেই নিপীড়িত নির্যাতিত বাঙালি জাতি খুঁজে পেয়েছিল শোষনমুক্তির কাঙ্ক্ষিত পথ। এ ভাষণ ছিল মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। বাঙালির মুক্তির মহাকাব্য বঙ্গবন্ধুর এ ভাষণকে বুকে ধারণ করে দেশপ্রেমের দীক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য রাষ্ট্রদূত উপস্থিত সকলকে আহ্বান করেন।

এ অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্য ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/আরএজে