কুমিল্লায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও বিদেশ ফেরত ছেলের বেধড়ক মারধরে আব্দুল মালেক (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ মার্চ) বিকালে বুড়িচং উপজেলার পারুয়ারা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী জোছনা বেগমকে গ্রেপ্তার করেছে। তবে পালিয়ে গেছেন ছেলে মো. সেলিম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে দেশে ফিরেছেন আবদুল মালেকের তৃতীয় ছেলে মো. সেলিম। দেশে ফেরার পর থেকে প্রায়ই বাবা বৃদ্ধ মালেকের ওপর পারিবারিক বিষয় নিয়ে ক্ষিপ্ত হতেন। মঙ্গলবার বিকালে বাড়িতে পারিবারিক কলহের জেরে মা ও ছেলে মিলে বৃদ্ধ মালেককে পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুড়িচং থানার ওসি ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় নিহতের ভাই আবুল হাসেম বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তার নিহতের স্ত্রী জোসনা বেগমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সেলিমকে গ্রেপ্তারে অভিযান চলছে।