শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ইউক্রেনজুড়ে রাশিয়ার ফের মুহুর্মুহু হামলা

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ০৯:৫১

ইউক্রেনজুড়ে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, ওডেসা ও খারকিভের আবাসিক ও বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করেছে রাশিয়া। বৃহস্পতিবার (৯ মার্চ) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আঞ্চলিক প্রধান জানান, এই হামলার কারণে বেশ কয়েকটি অঞ্চল বিদ্যুৎহীন হয়েছে। ওডেসার গভর্নর মাকসিম মারসেনকো জানান, বন্দরনগরীর বিদ্যুৎ স্থাপনায় ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার কারণে অঞ্চলটি অন্ধকার হয়ে গেছে।
 
তিনি আরও জানিয়েছেন, আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়েছে। তবে, এতে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। খারকিভের আঞ্চলিক প্রশাসনের প্রধান ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, শত্রুপক্ষ শহর ও অঞ্চলে অন্তত ১৫টি হামলা চালিয়েছে। শত্রুরা আবার গুরুত্বপূর্ণ স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে।

ইত্তেফাক/ডিএস/এসআর