নাটোরের সিংড়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। উপজেলার ইটালী ইউনিয়নের কুমগ্রাম বাজারে বুধবার (৮ মার্চ) রাত ১১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত জগো চন্দ্র প্রাং (৩৫) উপজেলার কুমগ্রামের মসুরাপাড়ার সুরেশ চন্দ্র প্রাংয়ের ছেলে।
সিংড়া থানার ওসি মিজানুর রহমান জানান, বুধবার আনুমানিক রাত ১১টার দিকে কুমগ্রাম বাজারের একটি দোকানঘরে আগুন লাগে। এ সময় সবার সঙ্গে জগদীশ আগুন নেভাতে এগিয়ে আসেন। আগুন নেভানোর একপর্যায়ে বিকট শব্দে দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই জগদী নিহত জন। এছাড়া গুরুতর আহত চারজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহতদের মধ্যে আ. রাজ্জাক নামে একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অপরজনকে বগুড়া মেডিক্যাল কলেজে পাঠানো হয়।
সংশ্লিষ্টরা জানান, আগুন ও বিস্ফোরণে ছয়টি দোকান পুড়ে গেছে।
রাতে ঘটনাস্থালে ছুটে যান সিংড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মাহমুদা খাতুন, সিংড়া থানার ইটালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম আরিফ।