সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বরগুনায় তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন

আপডেট : ০৯ মার্চ ২০২৩, ১৮:১২

বরগুনার তালতলী উপজেলার খোট্টারচর এলাকায় নির্মাণাধীন তাপবিদ্যুৎ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তালতলী ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার (৯ মার্চ) বিকাল তিনটার দিকে ঘটনা ঘটে।

তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মরত ইলেকট্রিশিয়ান পারভেজ বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রে ময়লা আবর্জনা পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়। ওই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তখন  ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তালতলী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ বদিউজ্জামান বলেন, তালতলী তাপবিদ্যুৎ কেন্দ্রের  ময়লা আবর্জনা পোড়ানোর জন্য আগুন দেওয়া হয়। পরে আগুনের তেজ বৃদ্ধি পেলে তারা আমাদেরকে খবর দেয়। পরে আমরা দ্রুত গিয়ে ঘণ্টাখানেক চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ইত্তেফাক/পিও