শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

পশ্চিমের জেলাগুলোতে কাঁচা চামড়ার দাম বেড়েছে

আপডেট : ১০ মার্চ ২০২৩, ০৩:৪৮

পশ্চিমের জেলাগুলোতে ছাগল ও গরুর  কাঁচা চামড়ার দাম বেড়েছে। এতে স্বস্তিতে গৃহস্থ ও চামড়া ব্যবসায়ীরা। গত বছর কোরবানির সময় চামড়ার দাম পড়ে গিয়েছিল। এতে ক্ষতিগ্রস্ত হন গৃহস্থ ও ব্যবসায়ীরা। গত কয়েক মাস ধরে চামড়ার দাম আস্তে আস্তে বেড়েছে। জেলাগুলো হচ্ছে যশোর, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া।

যশোর ও ঝিনাইদহের চামড়ার বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, ৩৫ থেকে ৪০ বর্গফুট সাইজের এক পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে। আগে দাম ছিল ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা। ২০ বর্গফুট সাইজের এক পিস গরুর চামড়া বিক্রি হচ্ছিল ৩০০ টাকা থেকে ৪০০ টাকা। এখন তা বেড়ে ৭০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ২০ থেকে ২৫ বর্গফুট সাইজের এক পিস চামড়া এখন বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা দরে। মাস দেড়েক আগে দাম ছিল ৬০০ থেকে ৭০০ টাকা। ৬ থেকে ৮ ফুট সাইজের ছাগলের চামড়ার দাম ছিল ৯০ থেকে ১০০ টাকা, এখন বেড়ে বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা দরে। ৫ থেকে ৬ বর্গফুট সাইজের চামড়ার দাম ছিল ৫০-৬০ টাকা। তা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

পশ্চিমাঞ্চলের মধ্যে চামড়ার সবচেয়ে বড় বাজার হচ্ছে যশোরের রাজার হাট। এই বাজারের সাধারণ সম্পাদক চামড়া ব্যবসায়ী মো. আলাউদ্দিন মুকুল বলেন, মাংসের দাম বেশি হওয়ায় গরু-ছাগলের দাম চড়ে গেছে। বাজারে কাঁচা চামড়ার আমদানি কমে গেছে। এজন্য দাম চড়েছে। ঢাকায়ও চামড়ার দাম বেড়েছে। ঢাকার ব্যবসায়ীরাও এদিকে আসছেন।

ইত্তেফাক/এমএএম