সুনামগঞ্জের জামালগঞ্জে গৃহবধূ সামিয়া বেগমকে হত্যার দায়ে তার স্বামী জালাল উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার (৯ মার্চ) দুপুরে সুনামগঞ্জ দায়রা জজ আদালতের বিচারক বেগম জাকিয়া পারভীন এই রায় দেন। এ ছাড়াও আসামিকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত জামাল উদ্দিন সুনামগঞ্জ সদর উপজেলার ইচ্ছারচর গ্রামের বাসিন্দা মো. ছুবান মিয়ার ছেলে।
মামলার এজাহারে জানা যায়, জালাল উদ্দিন ২০২০ সালের ৩১ অক্টোবর রাতে সামিয়া বেগমকে ঘুমন্ত অবস্থায় ধারালো বঁটি দিয়ে কুপিয়ে আহত করে। পরে আশেপাশের লোকজন সামিয়া বেগমকে উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সামিয়া বেগমের নানা মো. আব্দুল গফুর জামালগঞ্জ থানায় মামলা দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর অ্যাড. মো. খায়রুল কবির রুমেন।