শুক্রবার, ০৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

স্ত্রী ও মা হিসেবে আলিয়াকে কত নম্বর দিলেন রণবীর

আপডেট : ১০ মার্চ ২০২৩, ১৭:৫৭

সম্প্রতি মুক্তি পেয়েছে ‘তু ঝুটি ম্যায় মাক্কার’। আপাতত ছবির প্রচারেই বেজায় ব্যস্ত রণবীর কাপুর। তবে প্রচারে গিয়ে ছবির থেকে বেশি উঠে আসছে রণবীর-আলিয়ার মেয়ে রাহা, আর নতুন বাবা-মা হিসাবে তাদের জীবনের নানান টুকিটাকি। সকলেই রাহার কথা জানতে চান। রণবীরও হাসি মুখেই রাহা-কে নিয়ে কথা বলছেন। বাবা হিসাবে তিনি কেমন? 

এমনসব প্রশ্ন শুনলে রণবীরের মুখে ফুটে উঠছে চওড়া হাসি। উত্তরে নিজেই নিজের পিঠ চাপড়াচ্ছেন। বাবা হিসাবে একপ্রকার নিজেকে একশোয় একশো দিয়ে বসছেন। কিন্তু আলিয়া? তিনি বেশি ভালো মা নাকি বেশি স্ত্রী? এর উত্তরও দিয়েছেন রণবীর।

আলিয়া ভাট ও রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

রণবীর কাপুরের কথায়, ‘আলিয়া স্ত্রী এবং মা দুই ক্ষেত্রেই ১ নম্বর। তবে আলিয়া যেভাবে নিজের হাতে মেয়ের দেখভাল করেন, তাতে তিনি ভালো স্ত্রীর থেকেও বেশি ভালো মা। আলিয়া এখন অনেক পরিণত।

রণবীর বলেন, ‘অনেকই হয়ত জানবেন না, বিশেষ করে যাদের বাড়িতে সদ্যোজাত শিশু নেই তাঁরা জানবেন না। একটি শিশুর জন্মের পর বেশ কয়েকমাস শিশুর খাওয়ার পর অন্তত দু'বার ঢেকুর তোলাতে হয়। আর এটার একটা কৌশল রয়েছে, আর আমি সেটা আয়ত্ত করেছি।’

ইত্তেফাক/বিএএফ

এ সম্পর্কিত আরও পড়ুন