বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

টি-টোয়েন্টি দলও হয়ে উঠবে ওয়ানডের মতো: শান্ত

আপডেট : ১১ মার্চ ২০২৩, ০৮:৪০

বিশ্বচ্যাম্পিয়ন দল ইংল্যান্ড। তাদের বিপক্ষে এর আগে কোনো সময়ই কোন ফরম্যাটে সিরিজ জেতেনি বাংলাদেশ দল। নিজেদের দেশে বাংলাদেশ ওয়ানডে ফরম্যাটে শক্তিশালী দল তবে সেই ইংল্যান্ডের কাছে গিয়েই টাইগাররা কেন যেন আত্মসমর্পণ করে বসে। তবে টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা। দলে কিছু পরিবর্তন এনে চট্টগ্রামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলতে নেমেই তুলে নিয়েছে বড় জয়। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। সেই লক্ষ্যে গতকাল ঢাকায় এসেছে পড়েছে দুই দল। ওয়ানডে সিরিজ নিজেদের করে রাখতে না পারলেও টাইগারদের সামনে রয়েছে টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে রাখার সুযোগ।

গত বৃহস্পতিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন ম্যাচসেরা হওয়া নাজমুল হোসেন শান্ত। তিনি ঐ ম্যাচে ধরেন তিনটি ক্যাচ এছাড়া মাঠে প্রদর্শন করেন দুর্দান্ত ফিল্ডিং। এছাড়া ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলে হাঁকান অর্ধশত রান। সংবাদ সম্মেলনে এসে শান্ত আশা প্রকাশ করেন, টাইগারদের ওয়ানডে ফরম্যাটের মতোই এই টি-টোয়েন্টি দল হয়ে উঠবে শক্তিশালী। বলেন, ‘ওরা (ইংল্যান্ড) যেরকম দল, অন্যতম সেরা দল... এখন যেমন ক্রিকেট খেলছে, আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং। এই দলের বিপক্ষে জয় অনেক আত্মবিশ্বাস দেবে। সামনে যখন বড় দলের বিপক্ষে আরো ম্যাচ খেলব এই দল আরো গড়ে উঠবে। ওয়ানডে দল এখন যেমন অনেক ভালো করছে, টি-টোয়েন্টি দলও এমন একটা জায়গায় যাবে।’

নাজমুল হাসান শান্ত

এদিকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডদের ইনিংসে বোলারদের শেষ ১০ ওভার নিয়ন্ত্রিত বোলিং এবং টাইগার ব্যাটারদের দায়িত্বশীল ব্যাটিং জিতিয়েছে দলকে। গত মাসে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে ভালো পারফর্ম করা দুই ব্যাটার জায়গা পায় টি-টোয়েন্টি দলে। তাদের মধ্যে আট বছর পর দলে ফিরেছে রনি তালুকদার এবং গত বৃহস্পতিবারই ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। তারা দুই জনই ব্যাট হাতে শান্ত এবং সাকিবের সঙ্গে দলকে জেতাতে অবদান রাখেন।

নতুন এবং তরুণ এ দুজনকে নিয়ে শান্ত বলেন, ‘আমার মনে হয় দলের পরিবেশ খুবই ভালো। মনে হয় না এতদিন পর তাদের ফিরে আসায় মানিয়ে নিতে কোনো সমস্যা হয়েছে। বিপিএলে আমরা একসঙ্গে খেলেছি, ঘরোয়া ক্রিকেটেও একসঙ্গে খেলি। ড্রেসিংরুমে খুবই ভালো পরিবেশ। আমার মনে হয় না তাদের কোনো সমস্যা হয়েছে। যে-ই নতুন আসুক তার কখনই মনে হয় না নতুন বা প্রথম এসেছে।’

শুধু শান্ত নয়, টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসানও সতীর্থদের প্রথম ম্যাচের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট। গত বৃহস্পতিবার ম্যাচ শেষে এক বাণিজ্যিক অনুষ্ঠানে গিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে সাকিব টাইগার অধিনায়ক কথা বলেন সিরিজ জয়ের সম্ভাবনা ও ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে। বলেন, ‘শুরুটা ভালো হলো। এ ভালো যাত্রাটা যেন এখান থেকে সামনে যেতে পারি সেভাবেই আমরা চেষ্টা করব। আসলে আমরা উইকেট নিয়ে চিন্তা করতে চাই না, কন্ডিশন নিয়ে চিন্তা করতে চাই না। আমরা একটি ভালো দল হতে চাই। যেখানে আসলে আমরা যে কোনো কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারব, কারণ ভালো দলগুলো এটি করে।’

অন্য দিকে হাথুরুসিংহে দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই খেলোয়াড়দের দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী মনোভাবে। ইংল্যান্ড সিরিজের পরপরই বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড দল সেখানে হাথুরু আরও ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষা চালাতে পারবেন দলের ওপর। যা কি না আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে টাইগারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

ইত্তেফাক/জেডএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন