শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

বরিশালে পুলিশের ওপর জেলেদের হামলা, ফাঁড়ি ইনচার্জসহ আহত ১৬

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১০:১৬

ব‌রিশা‌লের মেঘনা নদীর অভয়াশ্রমে অভিযান প‌রিচালনার সময় পু‌লি‌শের ওপর জে‌লে‌দের হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পু‌লিশ ফাঁড়ি ইনচার্জসহ ১৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় হিজলা উপজেলার মেঘনা নদীর মাঝে সবুজ বয়া নামক স্থানে এই ঘটনা ঘটে।

‌হিজলা নৌপু‌লিশ ফাঁড়ির ডিউটি অফিসার সাঈদ হোসেন জানান, হঠাৎ কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযানিক দলের ওপর হামলা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৮ রাউন্ড শর্টগানের গুলি ছোড়া হয়।

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় ১৬ জনের মতো আহত হয়েছে। সবাই বর্তমানে চিকিৎসাধীন। এছাড়া কয়েকটি নৌকা পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে।’

হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ তারেক হাওলাদার বলেন, ‘সন্ধ্যার দিকে নৌপুলিশ ও উপজেলা মৎস কর্মকর্তাসহ কয়েকটি টিম হিজলা উপজেলার মেঘনা নদীর অভয়াশ্রমে অভিয‌ান প‌রিচালনা করে। এ সময় নদীতে থাকা একটি জাল তুলতে গেলে আশপাশের কয়েকশ’ জেলে অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলা করে।’

তিনি আরও বলেন, ‘যে হামলায় নৌপু‌লিশ ফাঁড়ি ইনচার্জ বিকাশ চন্দ্র দেসহ কয়েকজন আহত হয়েছে। সবার বর্তমানে চিকিৎসা চলছে।’

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস মিয়া জানান, সন্ধ্যার দিকে হঠাৎ পুলিশের ওপর হামলা হয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এসজেড