শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

চলতি বছরই যুদ্ধ শেষ করতে চায় ইউক্রেন : কিয়েভ

আপডেট : ১১ মার্চ ২০২৩, ১৬:৪২

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ইউরি সাক বলেছেন, কিয়েভ ও তার অংশীদারদের লক্ষ্য এ বছরই রাশিয়া-ইউক্রেন সংঘর্ষের অবসান ঘটানো। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তিনি এ কথা বলেন। ইন্টারফ্যাক্স-ইউক্রেন সংবাদ সংস্থার প্রতিবেদনে এমনটি বলা হয়।

ইউক্রেন-ফ্রান্স ফোরামে সাকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, ‘আমাদের সাধারণ কাজ হলো এই বছর ইউক্রেন ভূখণ্ডে এই যুদ্ধের পরিসমাপ্তি নিশ্চিত করা।’

তিনি ইউক্রেনের অংশীদারদের বিশ্বাস করার আহ্বান জানান যে, ইউক্রেন ‘এ বছর শত্রুকে পরাস্ত করতে সক্ষম এবং এমন অবস্থানে রয়েছে তারা।’

সাক আরো বলেন, সংঘাতের শুরুতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে প্রায় ২ লাখ সেনা ছিল কিন্তু এখন দেশটিতে একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলা হয়েছে যাতে প্রায় ১০ লাখ সৈন্য রয়েছে।

ইত্তেফাক/এএইচপি