রংপুরে বকেয়া বেতন পরিশোধের দাবিতে গ্রামীণ টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছেন। শনিবার (১১ মার্চ) দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে গ্রামীণ টেলিকমের শতাধিক কর্মকর্তা-কর্মচারী।
মানববন্ধনে গ্রামীণ টেলিকমের এরিয়া ম্যানেজার শাহাদত হোসেন অভিযোগ করেন, গ্রামীণ টেলিকমে আমরা যারা কর্মকর্তা-কর্মচারী আছি সবাই এ প্রতিষ্ঠানের ট্রাস্টি। সে হিসেবে প্রত্যেকে মোট লাভের শতকরা ৫ ভাগ প্রতিবছর পরিশোধ করার কথা। কিন্তু পাওনা পরিশোধ না করে উল্টো অনেককে চাকরিচ্যুত করা হচ্ছে। দীর্ঘদিন ধর্না দিয়েও আমরা বকেয়া বেতন পাচ্ছি না। ড. ইউনূসের মতো সম্মানিত ব্যক্তি যদি সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে দেশের মানুষ তার কাছে কী আশা করবে? আমাদের দাবি আইন অনুযায়ী গ্রামীণ টেলিকমের কর্মকর্তা কর্মচারীদের বকেয়া পরিশোধ না করলে ড. ইউনুসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। এ বিষয়ে সরকারের সহযোগিতা কামনা করি।