ঢাকার নবাবগঞ্জে সরকারি সম্পত্তি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। শনিবার (১১ মার্চ) সকালে উপজেলার বান্দুরা ও দুপুরে জালালপুর এলাকায় এ উদ্ধার অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার মো. আ. হালিম।
জানা যায়, উপজেলার বান্দুরা ইউনিয়নের নবাবগঞ্জ-দোহার সড়কের পাশে ১নং খাস খতিয়ানের জমি স্থানীয় জোসেফ ও আলবার্ট নামের দুই ব্যক্তির দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে দখলে রেখেছেন। এমনকি এ জমিতে তারা ব্যবহারের জন্য বাথরুম, ফিজিওথেরাপির কক্ষ নির্মাণ করে অবৈধভাবে ভোগদখলে রয়েছেন। শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম উপস্থিত থেকে অবৈধ দখলদারকে উচ্ছেদ করে জমি দখলমুক্ত করেছেন।
অপরদিকে, একই দিন দুপুরে উপজেলার জালালপুর এলাকায় সরকারি জায়গায় নির্মিত ভবন ভেঙে দেওয়া হয়েছে পাশাপাশি সাধারণ মানুষের চলাচলের রাস্তা উন্মুক্ত করা হয়েছে।
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন, জেলা প্রশাসনের দিকনির্দেশনা অনুযায়ী নবাবগঞ্জ উপজেলার দখলে থাকা সরকারি সম্পত্তি ও জমি উদ্ধারের জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে।