৩৯ মাসের আক্ষেপ ঘুচিয়ে অবশেষে সাদা পোশাকের ক্রিকেটে শতকের দেখা পেলেন ভারতের তারকা ব্যাটার বিরাট কোহলি। রোববার (১২ মার্চ) অস্ট্রেলিরার বিপক্ষে চার ম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্টে তিন অঙ্কের দেখা পান কোহলি।
এর আগে টেস্টে সর্বশেষ শতকের দেখা পেয়েছিলেন ২০১৯ সালের নভেম্বর মাসে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত দিবারাত্রির টেস্টে বাংলাদেশের বিপক্ষে ১৩৬ রান করেছিলেন তিনি। এই সেঞ্চুরির পর দীর্ঘদিন সেঞ্চুরি বঞ্চিত ছিলেন কোহলি। ২০২২ সালের এশিয়া কাপে আফগানিস্তানের সঙ্গে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করে ৩৪ মাস পর সেঞ্চুরির খরা কাটান কোহলি।
আরও প্রায় ৫ মাস পর টেস্ট ক্রিকেটেও সেঞ্চুরির দেখা পেলেন এই মাস্টার ব্যাটার। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৪৮০ রানের জবাবে ব্যাট করতে নামে ভারত। দলীয় ১৮৭ রানে চেতেশ্বর পূজারা আউট হলে ক্রিজে আসেন কোহলি। এরপর নিজের সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের ২৮তম সেঞ্চুরি তুলে নেন কোহলি।
.