রোববার, ২৬ মার্চ ২০২৩, ১১ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

ওমান বাংলাদেশ সোশ্যাল ক্লাবের মহিলা উইংসের আয়োজনে পিঠা উৎসব

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৪:০৪

ওমানে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্ব নারী দিবস উপলক্ষে পিঠা উৎসব। উৎসবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়; যা প্রবাসী বাংলাদেশীদের কাছে বেশ প্রশংসিত হয়েছে।

হালবান বার্ড সেন্সুরি ফার্মে ক্লাবের সাধারণ সম্পাদক এমএন আমিন এবং ক্লাবের মহিলা উইংসে কনভেনর ডাক্তার জান্নাতুল নাইম জুঁই এর যৌথ পরিচালনায় এ উৎসব হয়। চলে সন্ধ্যা পর্যন্ত।

ক্লাবের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ওমান গাল্ফ এক্সচেঞ্জ এর প্রধান নির্বাহী ইফতেখার উল হাসান চৌধুরী।

গেষ্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিমান কান্ট্রি ম্যানেজার শরিফুল আলম, বিশেষ অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নোমান, সাহবউদ্দিন, হাজী হাবিবুর রহমান, আব্দুল হান্নান তালুকদার, আবু তাহের, সৈয়দ মঞ্জুরুল ইসলাম, মোহাম্মদ হেদায়াত উল্লাহ, নাছির উদ্দিনসহ কমিউনিটির নেতারা।

পুরো অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন, ক্লাবের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম, সহ-সভাপতি আজিমুল হক বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন, আবুল বশর সরকার, নাজিম উদ্দিন চৌধুরী, শাহজান ভূইয়া, সিরাজুল হক।

উক্ত পিঠা উৎসবের প্রধান স্পনসর হিসেবে উপস্থিত ছিলেন, ইঞ্জিনিয়ার রাকিবুল হাসান।

এদিকে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাহবুব শিকদার। তিনি দীর্ঘ ৪৪ বছর প্রবাস জীবনের ইতি টেনে স্বপরিবারে দেশে চলে যাচ্ছেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল। তিনি বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের কার্যনির্বাহী সদস্য ছিলেন। দীর্ঘ ৪৪ বছর প্রবাস জীবনে তিনি কমিউনিটিকে প্রতিটি মানবিক কাজে সার্বিক সহযোগিতা করে গেছেন।

উৎসবের অন্যতম আকর্ষণ ছিল হরেক রকমের পিঠা। ওমানের বিভিন্ন এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি নারীরা নানা নামের বাহারি নকশার মুখরোচক সব পিঠা নিয়ে হাজির হন উৎসবে।

ভাপা, নারিকেল দুধ পুলি, গোলাপ পিঠা, পাটিসাপটা, চিতই, মালপোয়া, ফুলঝুরি, সেমাই পিঠার মতো সুস্বাদু ও নজরকাড়া অন্তত ৩০ জন গৃহিণী সর্বোচ্চ ৫০ রকমের বাহারি পিঠা প্রদর্শন করেন এই পিঠা উৎসবে। যা আগত অতিথিদের নজর কাড়ে।

ইত্তেফাক/এসসি

এ সম্পর্কিত আরও পড়ুন