ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন শহরে রুশ হামলায় তিনজন নিহত ও আরো দুইজন আহত হয়েছে। কর্তৃপক্ষ সূত্রে এ কথা জানা গেছে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ইউক্রেনের প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান আন্দ্রি ইয়ারমাক টেলিগ্রামে বলেছেন, রুশ সন্ত্রাসীরা শনিবার খেরসন অঞ্চলে পুনরায় গোলা হামলা চালিয়েছে।
খেরসনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান আলেকজান্ডার প্রোকুদিন বলেছেন, একটি গাড়িতে গোলা হামলা চালানো হলে এতে আগুন ধরে যায়। এ সময়ে হতাহতের ঘটনা ঘটে।
এর দুদিন আগেও খেরসন অঞ্চলে রুশ বাহিনীর গোলা হামলায় তিনজন নিহত হয়েছে। খেরসন হলো দোনেৎস্ক, লুগানস্ক ও জাপোরিঝঝিয়াসহ চারটি অঞ্চলের একটির রাজধানী যা রাশিয়া দখলে নিলেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি।
গত বছর খেরসন শহর থেকে রাশিয়া পিছু হটলেও মস্কো নিয়মিতই এ অঞ্চলে বোমা হামলা চালিয়ে আসছে।