সোমবার, ২৯ মে ২০২৩, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩০
দৈনিক ইত্তেফাক

বেনাপোলে একসঙ্গে তিন সন্তান প্রসব

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৬:৪৭

যশোরের শার্শায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন সুমি বেগম (২৪) নামে এক গৃহবধূ। যশোর একতা হাসপাতালে শনিবার (১১ মার্চ) রাতে  ওই গৃহবধূ  এক সঙ্গে তিন সন্তান প্রসব করেন।

তিন নবজাতকের মধ্যে দুটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।

তিন সন্তানের জননী  সুমি বেগম শার্শা উপজেলার আমলাই গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। বিয়ের তিন বছর পর সন্তান প্রসব করা হাবিবুর রহমান ও সুমী বেগম দম্পতিসহ খুশি গ্রামবাসী।

যশোর একতা হাসপাতালের ডা. ইলা মন্ডল বলেন, শনিবার রাতে সুমি বেগম প্রসব ব্যথা নিয়ে যশোর একতা হাসপাতালে ভর্তি ভর্তি হন। পরে রাত সাড়ে ৮ টার দিকে অপোরশনের মাধ্যমে তিন সন্তানের জম্ম হয়। প্রসূতি মা বর্তমানে সুস্থ আছেন।

এ ব্যাপারে সুমী বেগম বলেন, আমি সুস্থ আছি। আল্লাহ আমাকে তিনটি সন্তান দান করেছেন।

নবজাতকদের বাবা হাবিবুর রহমান বলেন, আশা করি তিন সন্তান লালন-পালনে কোনো সমস্যা হবে না।  সবার কাছে সন্তানদের জন্য দোয়াও চেয়েছেন তিনি।

ইত্তেফাক/আরএজে