শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ১৬ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

জাবিতে এক রাতেই ৩ হলের ছাত্রীদেরকে হেনস্থা

আপডেট : ১২ মার্চ ২০২৩, ১৯:১৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বেগম সুফিয়া কামাল হল, বেগম খালেদা জিয়া হল ও শেখ হাসিনা হলের ভেতরে ঢুকে ছাত্রীদের গালিগালাজ ও হেনস্থা করার ঘটনা ঘটেছে। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ৩টা থেকে ভোর ৫টা পর্যন্ত এ ঘটনা ঘটে। 

জানা যায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে বেগম সুফিয়া কামাল হলের জানালার কাঁচ ভেঙে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এক ব্যক্তি। হল সুপার ও নিরাপত্তা প্রহরীরা সেখানে যাওয়ার আগেই ওই ব্যক্তি সটকে পড়েন। ভোর ৫টার দিকে আবারও সেই লোক এসে গালিগালাজ করতে থাকলে ভয়ে কান্না শুরু করে ছাত্রীরা। তবে এবারও নিরাপত্তা প্রহরীরা সেখানে যাওয়ার আগেই সটকে পড়েন সেই লোক।

শেখ হাসিনা হলের ছাত্রীরা জানায়, ভোর ৪টার দিকে নিচতলার ১১৮ নম্বর কক্ষের জানালায় কড়া নাড়ে এক ব্যক্তি। তখন কক্ষের এক ছাত্রী চিৎকার দিলে সেখান থেকে সরে হলের অন্য ব্লকে গিয়ে একই আচরণ করতে থাকে ওই ব্যক্তি। তবে নিরাপত্তারক্ষীরা গেলে আর তাকে পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার হলে একই ঘটনা ঘটেছে। সেই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করেছে হল কর্তৃপক্ষ।

শেখ হাসিনা হলের প্রাধ্যক্ষ হোসনে আরা বলেন, হলের ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে হচ্ছে। হলের নিরাপত্তার ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। আগের ঘটনায় তদন্ত কমিটি করেছি। কমিটির প্রতিবেদন পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বেগম খালেদা জিয়া হলের ছাত্রীরা জানায়, ভোরে হলের মধ্যে ঢুকে ছাত্রীদের গালিগালাজ করার সময় প্রহরীদের দেখা যায়নি। বিষয়টি খুবই উদ্বেগজনক।

বেগম খালেদা জিয়া হলের প্রাধ্যক্ষ তাহমিনা আক্তার বলেন, ঘটনার বিষয়ে জেনেছি। হলের নিরাপত্তা আরও জোরদার করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. নূরুল আলম বলেন, হল প্রশাসনকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

ইত্তেফাক/এবি/পিও