নারায়ণগঞ্জের ফতুল্লায় চালককে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে ৩ তরুণকে। শনিবার (১১ মার্চ) দিবাগত রাত ১১টার এ ঘটনা ঘটে। নিহত ইজিবাইক চালকের নাম ইউসুফ (৪০)। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কালকিনি এলাকার আলী হোসেনের ছেলে।
গ্রেপ্তারকৃতরা হলেন ফতুল্লার দেওভোগ পানির ট্যাংকি এলাকার ভাড়াটিয়া তোজাম্মেল হকের ছেলে মাহবুব (২৪), আরেক ভাড়াটিয়া আমিন (২৩) ও কাশিপুর এলাকার আক্তার হোসেনের ছেলে কাউছার (২২)।
পুলিশ জানায়, রাত ১১ টার দিকে আটকৃতরা পরিকল্পনা অনুযায়ী চর কাশিপুর যাওয়ার জন্য নিহতের ইজিবাইক ভাড়া করে। চর কাশিপুর এলাকার ফাঁকা রাস্তায় গিয়ে তারা নিহতের গলায় রড ঢুকিয়ে হত্যা করে গাড়ি নিয়ে চলে আসে। পরে গাড়ির ব্যাটারি খুলে কাশিপুর এলাকার অভিযুক্ত কাউছারের বাড়ির খাটের নিচে লুকিয়ে রাখে। ব্যাটারীবিহীন ইজিবাইক রাত দেড়টার দিকে টেনে-হিঁচড়ে নিয়ে আসতে দেখে ওই এলাকায় দায়িত্বরত পুলিশের এসআই আনোয়ার হোসেন মোল্লার তাদের নাম পরিচয় ও গাড়ির সমস্যা জানতে চায়। এ সময় তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় এসআই আনোয়ার হোসেন গাড়ির মালিককে ডাকতে বলেন।
ইজিবাইকের মালিক সুমন এসে এসআই আনোয়ার হোসেনকে জানান, তারা ৩ জন তার গাড়ির চালক নই। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে আটক ৩ জন স্বীকার করে চালক ইউসুফকে হত্যা করে ইজিবাইক নিয়ে এসেছেন। লাশ চর কাশিপুর এলাকায় নাজিমুদ্দিনের বাড়ির সামনে ফেলে এসেছেন। রাত ৪টার দিকে গ্রেপ্তারকৃতদের তথ্যমতে চর কাশিপুর এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসীন বলেন, আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে চর কাশিপুর এলাকা থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আটকৃতরা সবাই পেশায় ইজিবাইক চালক ও মাদকাসক্ত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার কথা স্বীকার করেছে।