শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১৭ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

সব দলকে হারিয়েছি আমরা: মিরাজ

আপডেট : ১২ মার্চ ২০২৩, ২২:০৮

বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে টি-টোয়েন্টির সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। যেই ই-টোয়েন্টিকে ধরা হতো বাংলাদেশের দুর্বলতার জায়গা, সেই টি-টোয়েন্টিতেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে।ইংল্যান্ডের বিপক্ষে এই সিরিজে যেন নতুন এক বাংলাদেশের দেখা পেয়েছে ক্রিকেট বিশ্ব। চলমান সিরিজে ইংল্যান্ডকে হারিয়ে নতুন এক ইতিহাসও গড়েছে বাংলাদেশ। টেস্ট খেলুড়ে সব দেশের বিরুদ্ধে কোন এক ফরম্যাটে সিরিজ জয় করলো বাংলাদেশ।ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মিরাজও বললেন, এখন বলতে পারব সবাইকে হারিয়েছি। 

চট্টগ্রামে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে দুর্দান্ত সূচনা করেছিলো বাংলাদেশ। ঢাকায় দ্বিতীয় ম্যাচেই টাইগারদের সামনে সিরিজ জয়ের হাতছানি। জয়ের লক্ষ্যেই টসে জিতে বোলিং নিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাকি কাজটা করে দিলেন বাংলাদেশের বোলাররা। বলতে গেলে মিরাজ একাই ভেঙ্গে দিলেন ইংলিশদের ব্যাটিং লাইনআপ। প্রথম ম্যাচে ছিলেন না একাদশে, এই ম্যাচে ফিরেই ক্যারিয়ারসেরা বোলিং করে ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে নিলেন ৪ উইকেট। মাত্র ১১৭ রানেই গুটিয়ে গেলো ইংল্যান্ড। 

১১৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে কিছুটা ধীরগতিতে রান তুললেও জয়ের পথেই ছিলো ছিলো বাংলাদেশ। মাঝে হঠাৎ উইকেট হারিয়ে কিছুটা শঙ্কা জাগলেও উইকেটের এক প্রান্ত আগলে রেখে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন আগের ম্যাচে ফিফটি নাজমুল হোসেন শান্ত। ৭ বল হাতে রেখেই ৪ উইকেটের জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ নিশ্চিত করেছে টিম টাইগার্স।

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে ম্যাচসেরা মিরাজও শোনালেন তৃপ্তির কথা। মিরাজ বলেন, ‘আমরা সব দলের সঙ্গে জিতেছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, নিউজিল্যান্ডকে হারিয়েছি। প্রতিটা দলের সঙ্গে আমরা সিরিজ জিতেছি, শুধু একটা মাত্র দল ছিল যাদের আমরা রিচ করতে পারিনি, সিরিজ জিততে পারিনি, সেটা হলো ইংল্যান্ড। আজকে টি-টোয়েন্টি আমরা জিতেছি, খুবই ভালো লাগছে। এখন আমরা বলতে পারব সব দলকে হারিয়েছি ও সিরিজ জিতেছি সব দলের সঙ্গেই।’

সিরিজ জয় তো হলো, এবার লক্ষ্য হোয়াইট ওয়াশ কিনা? এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘অবশ্যই আমরা শেষ ম্যাচেও ভালো ক্রিকেট খেলার চেষ্টা করবো। আমরা কিন্তু অবশ্যই জেতার জন্য নামি। কিন্তু জেতার আগেও কিছু প্রক্রিয়া আছে, সেটা অনুসরণ করতে হয় আমাদের। আমরা যদি প্রক্রিয়া থেকে বেরিয়ে যাই তাহলে কখনো জিততে পারব না। আমরা যেভাবে চলছি, রুটিন আছে, আমরা সেভাবেই চেষ্টা করবো।'

ইত্তেফাক/এসএস

এ সম্পর্কিত আরও পড়ুন