ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যকার টেস্ট লড়াই এখন জমজমাট। টান টান রোমাঞ্চ নিয়ে অপেক্ষায় শেষ দিন। টেস্টের চতুর্থ দিন শেষে দুই দলের জয়ের সম্ভাবনাই যে প্রবল। জিততে হলে শেষ দিনে স্বাগতিক নিউজিল্যান্ডের চাই ২৫৭ রান, সফরকারী শ্রীলঙ্কার চাই ৯টি উইকেট। দুই দলই তাই জয়ের স্বপ্নে বিভোর।
মজার বিষয় হলো, এই দুই দলের টেস্ট যুদ্ধের দিকে ‘তৃতীয় পক্ষ হয়ে’ অধীর আগ্রহে তাকিয়ে আছে ভারতও। রোহিত শর্মার ভারত বর্তমানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট যুদ্ধে লিপ্ত। তবে নিজেদের সেই যুদ্ধের ফাঁকে ফাঁকে রোহিতরা ক্রাইস্টচার্চ টেস্টের খবরাখবরও রাখছেন। শুধু খবরই রাখছেন না, রোহিতরা কায়মনো বাক্যে নিউজিল্যান্ডের জয়ও কামনা করছেন! নিউজিল্যান্ড জিতলেই যে বড় একটা পুরস্কার পেয়ে যাবে ভারত। কী পুরস্কার? নিউজিল্যান্ড জিতলেই ভারত ওঠে যাবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
ভারতের বিপক্ষে ইন্দোর টেস্ট জিতে প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। আগামী জুনের সেই ফাইনালে অস্ট্রেলিয়ার প্রতিদ্বন্দ্বী হওয়ার দৌড়ে আছে ভারত ও শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের জন্য সমীকরণটা কঠিন। ফাইনালে উঠতে হলে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজটি লঙ্কানদের জিততে হবে ২-০ ব্যবধানে। অন্যথা হলেই ফাইনালে উঠে যাবে ভারত। মানে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড জিতলেই রোহিতরা হাসবেন ফাইনালে উঠার হাসি। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ৩৫৫ রানের জবাবে নিউজিল্যান্ড করে ৩৭৩ রান। মানে প্রথম ইনিংসে নিউজিল্যান্ডই পায় ১৮ রানের লিড। দ্বিতীয় ইনিংসে নেমে অ্যাঞ্জেলো ম্যাথুসের সেঞ্চুরিতে ৩০২ রান করেছে শ্রীলঙ্কা। ফলে নিউজিল্যান্ডের সামনে জয় লক্ষ্য দাঁড়ায় ২৮৫ রানের। এই লক্ষ্য তাড়ায় নেমে চতুর্থ দিন শেষে কিউইদের সংগ্রহ ১ উইকেটে ২৮ রান। জিততে হলে শেষ দিনে আরও ২৫৭ রান করা চাই তাদের। হাতে আছে ৯টি উইকেট। অন্যদিকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে শ্রীলঙ্কাকে জিততেই হবে। সেজন্য তাদের নিতে হবে ৯ উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তৃতীয় দিনেই ৮৩ রানে ৩ উইকেট হারায়।