সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আনুষ্ঠানিকভাবে একটি নতুন জাতীয় বিমান সংস্থা গঠনের ঘোষণা দিয়েছেন। নতুন কোম্পানির নাম রিয়াদ এয়ার। এভিয়েশন ইন্ডাস্ট্রির সুপরিচিত মুখ টনি ডগলাস কোম্পানির সিইও হিসেবে দায়িত্ব পালন করবেন। রোববার (১২ মার্চ) সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ঘোষণার বরাত দিয়ে এ তথ্য জানায় বিজনেস রেকর্ডার।
প্রতিবেদনে বলা হয়, ২০৩০ সালের মধ্যে রিয়াদ এয়ার বিশ্বের ১০০টিরও বেশি গন্তব্যে পরিষেবা দেবে। নতুন এয়ারলাইনটি দুই লাখেরও বেশি প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।
রিয়াদ এয়ার সম্পূর্ণরূপে সৌদি আরবের নিজস্ব তহবিল, পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) দ্বারা পরিচালিত হবে। পিআইএফের অধীন ৬০ হাজার কোটি ডলার মূল্যের সম্পদ আছে। শুধুমাত্র তেল বিক্রির উপর নির্ভর না করে সৌদি আরবের অর্থনীতিকে বৈচিত্র্য আনার জন্য এই তহবিল ব্যবহার করা হয়।
সূত্র অনুযায়ী, গত বছরের অক্টোবরে সৌদি আরব প্রায় ৪০টি এ-৩৫০ বিমান কেনার জন্য এয়ারবাসের সঙ্গে আলোচনায় বসেছিল। বোয়িং কোম্পানিও সৌদি আরবের কাছে বিমান বিক্রির জন্য লবিং করছে।
একই সময়ে রাষ্ট্রীয় মালিকানাধীন সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের (সৌদিয়া) প্রধানের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নিজেদের এবং প্রস্তাবিত এয়ারলাইন্সের জন্য বোয়িং ও এয়ারবাস কেনার আলোচনা চলছে।