বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ চৈত্র ১৪২৯
দৈনিক ইত্তেফাক

বাদ নয়, মাহমুদুল্লাহকে বিশ্রাম দেওয়া হয়েছে: বাশার 

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৯:০৪

অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ধারনা করা হচ্ছিলো বাজে ফর্মের কারণে দল থেকে বাদ পড়েছেন মাহমুদুল্লাহ। তবে মাহমুদুল্লাহকে বাদ নয়, নতুনদের সুযোগ দিতেই তাকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন।

সোমবার (১৩ মার্চ) মাহমুদুল্লাহকে দলে না রাখা প্রসঙ্গে গণমাধ্যমকে হাবিবুল বাশার বলেন, ‘মাহমুদুল্লাহকে বিশ্রাম দিয়েছি এই সিরিজে। কারণ, মাহমুদউল্লাহ পরীক্ষিত ক্রিকেটার। তাকে নিয়ে খুব বেশি কাজ করার নেই। যখন বড় টুর্নামেন্ট আসবে, সেখানে (বিশ্বকাপে) তারা আগেও খেলেছে, তার কিন্তু ওখানে গিয়ে পরীক্ষা দেওয়ার কিছু নেই।’ 

তিনি আরও বলেন, ‘তার (মাহমুদউল্লাহ) জায়গায় কাউকে যদি নিতে হয় তাকে পরীক্ষা দিতে হবে। এই চিন্তাভাবনা নিয়ে বিশ্রাম দেওয়া হয়েছে। তাও খুব বেশি না একজনকে বিশ্রাম দেওয়া হয়েছে।’

ইত্তেফাক/এসএস