পিরোজপুরের নাজিরপুরে নিখোঁজের চার মাস পর চিরকুটের সূত্র ধরে লামিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলার চিথলিয়া এলাকার একটি বালুর মাঠ থেকে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত লামিয়া আক্তার উপজেলার চিথলিয়া এলাকার মো. নজরুল ইসলাম খানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থেকে একই এলাকার মিজান খানের ছেলে তরিকুল ইসলামের (২২) সঙ্গে বিয়ে হয় লামিয়ার। কিন্তু তরিকুলের বাবা-মা লামিয়াকে ছেলের বউ হিসেবে গ্রহণ করেনি। তাই বাধ্য হয়ে বাবার বাড়িতেই থাকতো লামিয়া। গত বছরের ৭ নভেম্বর নিখোঁজ হয়ে যায় লামিয়া আক্তার। খোঁজাখুঁজি করে না পেয়ে ২০২২ সালের ৭ ডিসেম্বর একটি সাধারণ ডায়েরি করেন। পরে একই বছরের ২৫ ডিসেম্বর লামিয়ার মা রাজিয়া বেগম বাদী হয়ে তরিকুলসহ ৫ জনের বিরুদ্ধে নাজিরপুর থানায় অপহরণ মামলা করেন।
লামিয়ার খালা সাবিনা জানান, গত ১২ মার্চ রাত সাড়ে ৮টার দিকে লামিয়াদের ঘরের চালে ঢিল ছুড়ে মারার শব্দ পেয়ে বাইরে বের হতেই তরিকুলকে দৌড়ে যেতে দেখেন। তখন সেখানে একটি চিরকুট দেখতে পান। চিরকুটটি লিখা-তোমার মাইয়ার লাশ মোজাহার মোল্লার বাড়ি পশ্চিম পাশে বালুর মাঠে, সব জানে মেজো খালা, ইতি মুমিন। তাৎক্ষণিক পুলিশকে অবহিত করলে সকালে মাটি খুঁড়ে লাশ উদ্ধার করে।
নাজিরপুর থানার ওসি মো. হুমায়ুন কবির বলেন, ‘গত ১২ মার্চ রাতে পাওয়া চিরকুটের প্রেক্ষিতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়। লাশের ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার পর বলা যাবে লাশটি লামিয়ার কিনা। এ সময় পিবিআই, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।