বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
The Daily Ittefaq

ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলে বসার জায়গা নিয়ে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশতাধিক

আপডেট : ১৩ মার্চ ২০২৩, ২২:০২

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। রোববার (১৩ মার্চ) বিকালে উপজেলার আতুকুরা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় ও সূত্রে জানা গেছে, গত শনিবার উপজেলার ফান্দাউক দরবার শরীফের বার্ষিক মাহফিলে আতুকুড়া এলাকার দুই যুবকের মধ্যে মাহফিলে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জেরে রোববার সন্ধ্যায় আতুকুড়া এলাকায় দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। কয়েক ঘণ্টাব্যাপী এ সংঘর্ষ চলে রাত আটটা পর্যন্ত। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ও উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়। আহত পুলিশ সদস্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে রাতেই অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

নাসিরনগর থানার ওসি মো. হাবিবুল্লাহ সরকার বলেন, মাহফিলে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটির জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় এসআইসহ পুলিশের ১৩ জন সদস্য আহত হয়েছেন। এতে এসআই সোহাগ আলম বাদী হয়ে মামলা করেছে। ঘটনার সঙ্গে জড়িত ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এলাকার পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ইত্তেফাক/এবি/পিও