টি-টোয়েন্টিতে যেন এক বদলে যাওয়া বাংলাদেশকে দেখছে ক্রিকেটভক্তরা। ঘরের মাঠে একদিনের ক্রিকেটে যতটা শক্তিশালী বাংলাদেশ, টি-টোয়েন্টিতে ছিল ঠিক তার উল্টো। তবে ইংল্যান্ডের বিপক্ষে চলমান তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে যেন খোলনচলে বদলে গেছে টাইগার বাহিনী। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যনাডের বিরুদ্ধে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করেছে সাকিব আল হাসানের দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে টাইগারদের সামনে এখন ইংলিশদের বাংলা ওয়াশ করার হাতছানি।
আজ মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৩টায় মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে, চট্টগ্রামে প্রথম ম্যাচে ৬ উইকেটে এবং ঢাকায় দ্বিতীয় ম্যাচে ৪ উইকেটে থ্রি লায়নসদের হারিয়েছে টিম টাইগার্স। আজ তৃতীয় ম্যাচে জিততে পারলেই ইংল্যান্ডকে বাংলা ওয়াশ করার ইতিহাস গড়বে বাংলাদেশ।
দ্বিতীয় ম্যাচে জয়ের পর ম্যাচসেরা মেহেদি হাসান মিরাজ সংবাদ সম্মেলনে এসে জানিয়েছিলেন তৃতীয় ম্যাচেও ইংলিশদের হারের স্বাদ দেওয়ার জন্য চেষ্টা করবে লাল-সবুজের জার্সিধারীরা। সিরিজ জয়ের পর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন অবশ্য বলেছিলেন বাংলাদেশ সিরিজ জিতেছে এটা অভাবনীয় ছিল তার কাছে।
তবে এখন শুধু সিরিজ জয়ই নয়, টাইগারদের সামনে বিশ্বচ্যাম্পিয়নদের বাংলা ওয়াশ করার হাতছানি। সাকিব-হাথুরুসিংহের যুগলবন্দীতে বদলে যাওয়া এই বাংলাদেশ আজ মাঠে নামবেও সেই লক্ষ্য নিয়েই। মিরপুরের হোম অফ ক্রিকেটে আজ খেলা দেখতে আসা বাংলার ক্রিকেটভক্তরাও হয়তো বাংলা ওয়াশের স্বাদ নিতেই গর্জন তুলবে গ্যালারি থেকে।
আগের দুই ম্যাচেই টাইগারদের নিয়ন্ত্রিত বোলিং গড়ে দিয়েছিলো ম্যাচ জয়ের ভিত। আজ তৃতীয় ম্যাচেও দলের বোলিং ইউনিটের দিকেই তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। দেশের উইকেটের কন্ডিশন অনুযায়ী স্পিনাররা তো ভালো করেছেনি, তাসকিন-হাসান মাহমুদরাও নিজেদের জাত চিনিয়েছেন ইংলিশদের বিপক্ষে।
অন্যদিকে, নতুন করে নিজেকে ফিরে পাওয়া নাজমুল হোসেন শান্ত এই সিরিজে হয়ে উঠেছেন দলের ব্যাটিংইয়ের মূল ভরসা। প্রথম ম্যাচে ফিফটি করে ম্যাচসেরা আর দ্বিতীয় ম্যাচে ম্যাচ জেতানো ইনিংস, আজও শান্তর ব্যাটের দিকে তাকিয়ে থাকবে ভক্তরা।
তবে আগেই সিরিজ জয় নিশ্চিত হয়ে যাওয়াই আজ তৃতীয় ম্যাচেরে একাদশে পরিবর্তন আনতে পারেন কোচ হাথুরুসিংহে। সামনেই আয়রাল্যান্ড সিরিজ, চলতি সিরিজের স্কোয়াডে থাকা অন্য খেলোয়াড়দের তাই আজ পরীক্ষা-নিরীক্ষা করে দেখতেই পারেন টাইগার কোচ।